ভিশন ও মিশন
লক্ষ্য ও উদ্দেশ্য: উপজেলা শিক্ষা অফিস, মতলব উত্তর এর মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার গুনগতমান নিশ্চিতপূর্বক দক্ষ,যোগ্য বিজ্ঞানমনস্ক,যুক্তিবাদী,দূর্নীতিমুক্ত দেশপ্রেমিক ও মানবিক সম্পদ তৈরী করা। এতে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় ICT এর বহুল ব্যবহার ও সহজীকরণ করা,হাতে কলমে বিজ্ঞান ও কারিগরি শিক্ষা,শিক্ষক প্রশিক্ষণে সহায়তা প্রদান,পরীক্ষা ও সঠিক মূল্যায়ন,নিয়মিত ধারাবাহিক মূল্যায়ন অব্যাহত রাখা,সামষ্টিক মূল্যায়নে কৃতিত্ব অর্জন করা,শিক্ষকদের লব্ধ শিক্ষা, অভিজ্ঞতা ও প্রশিক্ষণকে যথাযথ প্রয়োগের জন্য আন্তরিক প্রয়াস ও প্রণোদনা সৃষ্টি করা।
সার্বিকভাবে মতলব উত্তর, চাঁদপুর জেলায় মাধ্যমিক শিক্ষা স্তরে শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি,ঝরে পড়া রোধ,পাশের হার ক্রমাগতহারে বৃদ্ধি অন্যতম লক্ষ্য। তাছাড়া আনন্দময় পরিবেশে পাঠদান,নিয়মিত সহ শিক্ষা ক্রমিক কার্যক্রম পরিচালনা করা,স্বাস্থ্যবিধি মেনে চলা,শিক্ষার্থীদের শারিরীক ও মানসিক শাস্তি হতে বিরত রাখা,সততা সংঘ ও সততা স্টোরের কার্যক্রম সচল রেখে মানবীয় দৃষ্টি ভঙ্গি গড়ে তোলা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস